কালিয়াকৈরে অধ্যাপক ড: মোঃ মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড: মোঃ মিজানুর রহমান জানান, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র্যে কোন বিচার বহির্ভূত খুন হতে পারে না, খুম হতে পারে না, একজন নাগরিককে বিনা কারণে আটককে রেখে নির্যাতন করা যেতে পারে না। আমাদেরকে এ প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ মানবাধিকারের প্রতি আমাদের শ্রদ্ধাশীল রাষ্ট্র্য হিসেবে গড় হবে। তিনি শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন।
একই অনূষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, দেশ গঠনের নারীদের ভূমিকা অনস্বীকার্য। কেননা স্বাধীনতার সময় আমাদের আচলের নীচে রেখে যুদ্ধে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তেমনই বর্তমানে সকল কাছে সহযোগিতা করে আসছেন। আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জলিল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কালিয়াকৈরের সহকারী কমিশনার(ভূমি) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা,কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানসহ স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে অত্র স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক উপভোগ করেন অগম অতিথিরা। হয়।