কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বার অসুস্থ
অনলাইন রিপোর্টার ॥ ‘সালাম সালাম হাজার সালম’, ‘ওরে ও নীল দরিয়া’, ‘তুমি কি দেখছ কভু’ -এরকম অসংখ্য কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থ কণ্ঠশিল্পী আবদুল জব্বারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। কিডনি ফেইলিওর, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে এমন সংবাদ পেয়ে শিল্পীর উপযুক্ত চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র জ্যেষ্ঠ পুত্র।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে আবদুল জব্বারকে দেখতে যান মুজিবুর রহমান। তিনি শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চিকিৎসা সহায়তায় পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এসময় শিল্পীর শয্যা পাশে কিছুক্ষণ বসেন এবং তার শরীরের খোঁজ-খবর নেন শিল্পপতি মুজিবুর রহমান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুল জব্বার বেশ কিছুদিন যাবত কিডনি জটিলতায় ভুগছিলেন। তার ডায়াবেটিস, উচ্চরক্তচাপজনিত সমস্যা রয়েছে। এমনকি তার হার্টে একাধিক রিং বসানো রয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দু’সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলামের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, শিল্পী আবদুল জব্বারের কিডনি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়েছে। বেঁচে থাকার জন্য প্রতি সপ্তাহে দুই থেকে তিন বার কিডনি ডায়ালাইসিস করতে হবে। অথবা কিডনি প্রতিস্থাপন করতে হবে।
তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে আছে বলে জানান এই চিকিৎসক। আবদুল জব্বার প্রসঙ্গে সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা আবদুল জব্বারের গান শুনে দেশকে হানাদার মুক্ত করেছিল।
তিনি বলেন, তার মতো গুণী শিল্পীদের গানের পুষ্টি নিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি। তাদের গানের আবেগে আমরা বাংলাকে ভালবেসেছি। কিন্তু আমাদের দেশের এসব গুণী শিল্পীরা আজ অবহেলিত।
মুজিবুর রহমান বলেন, এই শিল্পীরা শ্রমজীবী মানুষের মতো জীবন যাপন করেন। তারা উপযুক্ত সম্মান পান না। যতক্ষণ গান গাইতে পারেন ততোক্ষণ পারিশ্রমিক পান, গান থেমে গেলে তাদের উপার্জন বন্ধ হয়ে যায়।
দেশের বিত্তবানদের প্রতি এসব গুণী শিল্পীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান মুজিবুর রহমান। এসময় আবদুল জব্বার বলেন, তার অসুস্থতার খবর শুনে শিল্পপতি মুজিবুর রহমান তার পাশে এসে দাঁড়িয়েছেন এ কারণে তিনি আনন্দিত। তিনি মুজিবুর রহমানকে ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিপদে-আপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই সমাজের রীতি হওয়া উচিত।
প্রসঙ্গত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর অন্যতম শব্দ সৈনিক আবদুল জব্বার স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি গলায় হারমনিয়াম ঝুলিয়ে ভারতে পথে-প্রান্তরে বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করে যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেন। ওই সময়ে এভাবে তিনি প্রায় ১২ লাখ টাকা সংগ্রহ করে মুজিবনগর সরকারের ত্রাণ তহবিলে দান করেন।
এছাড়া তিনি মুক্তিযোদ্ধারের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান শুনিয়ে তাদের উদ্বুব্ধ করেন।
নিউজ/অনলাইন