কালকিনিতে জাতীয় স্যানিটেশন উপলক্ষে শোভাযাত্রা
মাদারীপুর প্রতিনিধি: ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যত’ এ শ্লোগানকে সামনে রেখে কালকিনি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাক ওয়াশ কর্মসুচির সহযোগীতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফজলুল হক, ব্র্যাক ওয়াশ কর্মসুচির ব্যবস্থাপক আবু আবদুল্লাহ ও কালকিনি উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ বাহাউদ্দিন সাহিদ।
(কাজী জাফর,মাদারীপুর প্রতিনিধি)