কালকিনিতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা ইয়াবাসহ আটক
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা মোঃ দুলাল পেদাকে অবশেষে ৩০পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। সে উপজেলার রমজানপুর এলাকার চরপালরদি গ্রামের হাফেজ পেদার ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে আটক করেন। এব্যাপারে থানার এসআই মোঃ জসিম উদ্দিন বলেন, দুলাল পেদা প্রশাসনের চোখ ফাকি দিয়ে দীর্ঘ দিন ধরে এলাকার ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। এবং সে আন্তঃজেলার মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত।