কাফিলাতলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মো: আবদুল কাদের,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাফিলাতলী বাজার ফারুক শপিং কমপ্লেক্স অডিটোরিয়ামে ৪ শতাদিক নেতা কর্মীর উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, লক্ষ্মীপুর সদর উপজেলা ১ও ২ এবং রামগঞ্জ উপজেলার ৬ ও রায়পুর উপজেলার ৪,৬,৭ ইউনিয়ন নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ১৫ আগষ্ট; জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪ আগষ্ঠ কাফিলাতলী বাজার ফারুক শপিং কমপ্লেক্স এক বিশাল মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কাফিলাতলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে ও ১নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান মোঃ এমরান হোসেন নান্নু’র সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ৬ নং কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহাজাহান কামাল,৭ নং ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি,৪নং সোনাপুর ইউপি চেয়ারম্যান এড.কিছমত জালাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেন বিনু, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ফিরোজ আলম (বাবু) সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগ,যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী ও ব্যবসায়ী,সামাজিক গণ্যমান্য ব্যাক্তি বর্গ এবং বিভিন্ন ইলেক্ট্রক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।