প্রধান মেনু

কাজের বেলায় জিরো কথার বেলায় হিরো-সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের চক মুকিমপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুর রহিম বক্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

এ সময় তিনি বক্তব্যে বলেন দলের সকল নেতা কর্মীকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নতি ও দলকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিবেন আমাদের সকলকেই তার নির্বাচন করতে হবে। মুখে বলে উন্নয়ন করছি কাজের বেলায় নাই এমন প্রার্থীকে মনোনয়ন দিবেন দেশ নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার থাকলে দেশের উন্নতি হয়, অন্য সরকার থাকলে হয়না এই বলে তিনি সকলকে নৌকার প্রতি আহবান জানান।

কিন্তু দলের মধ্যে অনেক হিংসা শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন বেলকুচিতে আমি খাল কেটে কুমির এনেছি, কিন্তু আমি খাল কাটতেও জানি খাল বুজাতেও জানি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি একে এম ইউসুফজী খান, এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, আওয়ামীলীগের নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ আকন্দ,বেলকুচি উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা ও প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক ও আওয়ামীলীগের আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 প্রতিনিধি সিরাজগঞ্জ