প্রধান মেনু

কাউন্দিয়ায় ঢাকা জেলা চেয়ারম্যান-উন্নয়নমূলক অনুদান

ঢাকা শহরের খুব কাছে মীরপুর বুদ্বিজীবি শহীদমিনারের পেছনে তুরাগ নদী পার হলেই অবহেলিত সাভার থানার অন্তরভুক্ত কাউন্দিয়া ইউনিয়ন ।এই অবহেলিত ইউনিয়নটিকে দেখার জন্য
আজ সকাল ১১.৩০ মিনিটে কাউন্দিয়া ইউনিয়নের মাদ্রাসা ফায়জুল উলুম এর মাঠ প্রাঙ্গনে এক জনসভায় ঢাকা জেলার জেলাপরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা মাহাবুবুর রহমান উপস্থিত হন ।তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন স্বপ্ন খুব তাড়াতড়ি বাস্তবায়ন হয় না আমাদের জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন পদ্দাসেতুর জন্য তা আজ নিজস্ব অর্থায়ানে দৃশ্যমান ।তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন ঢাকা জেলার অবহেলিত ইউনিয়ন গুলিকে উন্নয়ন করার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের দাবীগুলো পূরণ করার।তিনি ঘোষনা দেন দ্রুত বাস্তবায়নের জন্য নদীর এপার ওপার সিড়ি এবং কাউন্দিয়া শহীদ স্মৃতিউচ্চবিদ্যালয় মাঠে শহীদমিনার মঞ্চ।নদীর উপর একটি সেতু হবার কথা থাকলেও সেটা তিনি এরিয়ে যান ।বক্তব্য শেষে তিনি ইউনিয়নের কবরস্থানের বাউন্ডারি ফলক উন্মচন করেন এর জন্য এক কোটি টাকা অনুদান দিবেন বলে ইউনিয়নবাসীদের আস্সাসদেন । মঞ্চে উপস্থিত ছিলেন কাউন্দিয়াইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত ,মহিলা আসনের এম.পি সাবিনা ইয়াসমিন তুহিন,জেলা পরিষদের সদস্য মামনি আক্তার মনি,সাভার থানার যুবলীগের সভাপতি সেলিম মন্ডল ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।