প্রধান মেনু

কলেজ পারফরমেন্স র‌্যাংকিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় আজ ঘুরে দাঁড়িয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নানা প্রতিকূলতা ও নেতিবাচক ইমেজ কাটিয়ে উঠে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়িয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পারফরমেন্সভিত্তিক র‌্যাংকিং ব্যবস্থা প্রবর্তন কলেজসমূহের মধ্যে ইতিবাচক ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে এবং এর পাশাপাশি শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে সহায়তা করবে। শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র‌্যাংকিং ২০১৬ ও ২০১৭-এর অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্য অর্জনে আমাদের সকলকে আত্মনিয়োগ করতে হবে। স্ব স্ব জায়গা থেকে দেশ গঠনে সবাইকে অবদান রাখতে হবে। ডা. দীপু মনি আরো বলেন, নোটবই আর হ্যান্ড নোটের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে মৌলিক বই দিতে হবে। শিক্ষকদেরও মৌলিক বই পড়ানোর সামর্থ্য বাড়াতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়ভিত্তিক মৌলিক বই রচনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি প্রকল্প গ্রহণ করেছে।

মৌলিক বইয়ের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মশিউর রহমান স্বাগত বক্তব্য রাখেন। রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। উল্লেখ্য, দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৫৭টি অনার্স কলেজের মধ্যে অনুষ্ঠিত র‌্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে ৫টি সর্বসেরাসহ মোট ৮৯টি কলেজকে সেরা কলেজ হিসেবে সম্মাননা সনদ, বই ক্রয়ের জন্য পুরস্কার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

২০১৭ সালে জাতীয় পর্যায়ে প্রথম ৫টি সেরা কলেজ হচ্ছে: (১) রাজশাহী কলেজ, (২) সরকারির্ রজমোহন কলেজ, (৩) সরকারি আজিজুল হক কলেজ, (৪) সরকারি এডওয়ার্ড কলেজ এবং (৫) কারমাইকেল কলেজ। জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ, রাজশাহী।  জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ। জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ লালমাটিয়া মহিলা কলেজ। ঢাকা অঞ্চলে ৬ষ্ঠ সেরা কলেজ নির্বাচিত হয়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।