প্রধান মেনু

কলেজ ছাত্রীসহ পঞ্চগড়ে অসামাজিক কাজে সেনা সদস্য হাতে নাতে আটক।

পঞ্চগড়ে অসামাজিক কাজে কলেজ ছাত্রীসহ এক সেনা সদস্যকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। পঞ্চগড় পৌর সভার ৫নং ওয়ার্ডের কামাত পাড়ায় ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানায়, মরহুম এ্যাডঃ রফিকউদ্দীনের ভাড়াটিয়া বাসায় কামাতপাড়া গ্রামে ইদ্রীস আলীর কন্যা কলেজ ছাত্রীর সাথে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা হাট দফাদার পাড়া গ্রামের মশিউরের ছেলে সেনা সদস্য আশরাফুল ইসলাম ইমন ফাঁকা বাড়ীতে অসামাজিক কাজে লিপ্ত হলে এলাকাবাসী তাদের ঘরের দরজা বন্দ করে দেয়। এবং ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ওমর ফারুক জাহাঙ্গীরকে খবর দেয়। কাউন্সিলর এসে তাদের উদ্ধার করে। পরে সেনা সদস্য আশরাফুল বিয়ের অনুমতি নিয়ে কলেজ ছাত্রীকে বিয়ে করবে বলে উভয় পরিবারের মধ্যে সমঝতা হয়। এ বিষয়ে একটি বিয়ের এ্যাফিডেভিট হয়েছে। তাদের মধ্যে দুই বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল বলে জানা জায়। আশরাফুল চট্টগ্রামের বায়োজিত বোস্তামি ক্যান্টমেন্টে কর্মরত আছে।১ মাসের ছুটিতে সে বাড়ীতে এসেছে।