কর্মী বান্ধব না হলে নেত্রী তাকে মনোনয়ন দেবেনা-মীর মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিনিধি(বেলকুচি) সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মনোনয়ন প্রত্যাশী বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন বলেন,আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে নেতারা সাধারণ কর্মীদের দুঃসময়ে পাশে না দাড়াবে তাদেরকে মনোনয়ন দেয়া হবে না। দলের নেতা কর্মীদের হিংসা বিদ্বেষ না রেখে দলের জন্য কাজ করতে হবে। এবং দলের কর্মীদের পাশে দাড়াতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করতে হবে। মীর মোশাররফ হোসেন শনিবার রাতে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে,উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
উক্ত মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিকের সভাপতিত্বে,উপস্থিত ছিলেন,ঢাকা বনানী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,এস,এম আযম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,মাহমুদুল হাসান সেলিম,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মীর সেরাজুল ইসলাম, রাজাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার বদর,উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা,যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার,জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্না,যুবলীগ নেতা জাহিদ হাসান পূর্ণ সহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।