প্রধান মেনু

কর্মকর্তা-কর্মচারীদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, বীর-প্রতীক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে পুনরায় নির্বাচিত হওযার পরে আজ নিজ দপ্তরে আসেন। এ সময় সচিব কবির বিন আনোয়ার, মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং দপ্তর/সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাঁরা প্রতিমন্ত্রীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছাও জানান। প্রতিমন্ত্রী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা এবং দেশে বিরাজমান শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার প্রতি সমর্থন জানিয়ে জনগণ বিপুলভোটে আমাদেরকে নির্বাচিত করেছেন। এবার আমাদের দায়িত্ব ‘দেশের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা’। তিনি দেশের উন্নয়নের এ অগ্রযাত্রায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।