করুণাময় গোস্বামীর প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
আজ কেন্দ্রীয় শহিদ মিনারে সদ্যপ্রয়াত বরেণ্য সংগীতজ্ঞ ও শিক্ষাবিদ ড. করুণাময় গোস্বামীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
শহিদ মিনারে এ লক্ষ্যে সমবেত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ড. করুণাময় গোস্বামী ছিলেন সংগীত ও সংস্কৃতির বটবৃক্ষ। তাঁর চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
পরে মন্ত্রী নগরীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়া উদ্দিন-কে দেখতে যান।
মন্ত্রী চিকিৎসাধীন জিয়া উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।