ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রাজেন্দ্র কলেজে আলোচনা সভা
মোঃমাহফুজুর রহমান বিপ্লবঃফরিদপুর প্রতিনিধি। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসুর) সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক রেজভী জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহ্মুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবন, রুকসুর ভি.পি. নূর হেসেন মারুফ ও জি.এস আসিফ ইমতিয়াজ সজলসহ রুকসুর সকল নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুকসুর সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এম.এম. হাবিবুন নবী (শুভ)
« খেলাধুলায় নারীর সাফল্যে দেশ উজ্জ্বল (পূর্বের খবর)
(পরের খবর) পাঁচবিবিতে আর্ন্তজাতিক নারী দিবস পালন »