ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করবে ডিএফপি
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকায় অধিদপ্তর প্রাঙ্গণে সকাল ১০টায় এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতির প্রেক্ষাপটে ডিএফপি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
« বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ কার্যক্রম চলমান (পূর্বের খবর)
(পরের খবর) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত »