“এসো হে বৈশাখ এসো এসো’ – জান্নাত একাডেমী হাই স্কুল
বাংলা পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে ঢাকার মিরপুর-১১ তে জান্নাত একাডেমী হাই স্কুলে বৈশাখী মেলা ধুমধাম পালিত হয়। সকাল ৬ ঘটিকা হইতে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত। এই মেলায় জান্নাত একাডেমী হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে বৈশাখী হৈ হুল্লোয় মেতে উঠেছে বেশাখী মেলার আয়োজন।
এই আনন্দ মেলায় প্রতিযোগিতা, পুস্তক, প্রদর্শনী ও বিক্রয় এবং আলোচনা সভা-পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-
প্রধান অতিথি – জনাব এ,টি,এম দেলোয়ার হোসেন খান
প্রধান শিক্ষক (সদস্য-সচিব)
জান্নাত একাডেমী হাই স্কুল
বিশেষ অতিথিঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানীত সদস্যবৃন্দগণ।
পরিচালনায় ঃ মোসাঃ রাসিদা বেগম
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা
বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা জেলা।
ও
কাজী শামীমা ওবায়দুর
ম্যনেজিং কমিটির সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
জান্নাত একাডেমী হাইস্কুল।
এবং
বাবু উত্তম কুমার দত্ত
শিক্ষক সিফট ইনচার্জ
জান্নাত একাডেমী হাইস্কুল।
পুরস্কার বিতরণ-
জনাব এ,টি,এম দেলোয়ার হোসেন খান, প্রধান শিক্ষক (সদস্য সচিব)
জনাব ফজলুল হক অভিভাবক সদস্য
জনাব কাজী শামীমা ওবায়দুর (মহিলা সংরক্ষিত অভিভাবক সদস্য)
বিদ্যালয়ের সম্মানীত শিক্ষক/শিক্ষিকা বৃন্দ এবং
বাংলাদেশ শিশু একাডেমী ঢাকা জেলার উর্ধতন কর্মকর্তা বৃন্দগণ।
এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিশু শিল্পীসহ অন্যান শিল্পীবৃন্দ। প্রথমে জারীগাণ, কবিতা আবৃত্তি, ভাটিয়ালী গান লালনগীতি, পল্লীগীতি, ভাওয়াইয়া, লোকগীতি, নিত্য, যেমন খুশি তেমন সাজ চিত্রাংকন ইত্যাদি। নাচে গানে ভরে উঠেছে মিরপুর জান্নাত একাডেমী হাই স্কুলের ভিতরে ও বাইরের অংশে।
স্কুলের মেলার মাঠের ভিতরে বিলুপ্তি হয়ে যাওয়া সেই পুরনো দিনের হরেক রকমের আসবাব কেনা কাটার জন্য বিভিন্ন ধরনের বই, পুস্তক, পিঠার স্টল ইত্যাদি।
বিভিন্ন গল্পের বই-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (শিশু গ্রন্থ মেলা)
বঙ্গবন্ধু কোষ , কাঠের ঘোড়া ইত্যাদি রহিয়াছে।
গোলাপ ফুল স্টোর-
হরেক কম দ্রব্য/জিনিসপত্র। কাজী শামীমা ওবায়দুর গোলাপ ফুল স্টোর পাওয়া যাচ্ছে, বিলুপ্তি হয়ে যাওয়া পুরনো দিনের মাটির কলসী, মাটির হারি পাতিল, মাটির বাশি, মাটির ঘোড়া ইত্যাদি। পুরনো দিনের রাজা বাদশাদের ব্যবহৃত অনুকরনে পিতলের বালতি, পিতলের বদনা, পিতলের চামুচ, পিতলের পাতিল, নানা ধরনের আসবাব পত্র।
টক ঝাল মিষ্টি আচার স্টোর-
প্রিয়া ম্যাডামের নিজ হাতে তৈরী বিভিন্ন আইটেমের টক, ঝাল, মিষ্টি খুবই সু-স্বাদু আচার। এ শুভ নববর্ষ মেলা উপলক্ষে পরিলক্ষিত হচ্ছে।
মায়ের দোয়া পিঠা ষ্টোর-
পলি ম্যাডামের মায়ের দোয়া পিঠা স্টোরে পুরনো দিনের হাড়িয়ে যাওয়া মজার মজার পিঠা। পলি ম্যাডামের নিজ হাতের বানানো আকর্ষণীয় সু-স্বাদু, বিবিখানা পিঠা, ফুরফুরা পিঠা, ঝাল পিঠা, নকশী পিঠা, বৌ-পিঠা, ও ভাপা পিঠা, ইত্যাদি। আর লক্ষ্য করা গেছে মজার মজার কেক।
সুমা পিঠা ষ্টোর-
সুমা আপার পিঠার দোকানে পাওয়া যায় গোলাপফুল পিঠা, ঝিনুক পিঠা, ফুল পিঠা, সিরিজ পিঠা ইত্যাদি।
পান্তা ইলিশ হোটেল
পান্তা ইলিশ হোটেল – ফজলুল হক মাষ্টার এর পান্তা ইলিশ হোটেল পান্তা ইলিশ সহ হরেক রকমের ভর্তা, ভাজি, গরুর রেজালা, সুটকী ভর্তা, ভাত খাওয়ায় মেতে উঠেছে মেলার দর্শক।
মমতাজ আপার ফুচকা চটপটি-
হায়রে চটপটি কতকাল যে তোরে খাইনাএবার পহেলা বৈশাখে তোরে খাইলাম। হায়রে হায় কি মজা একবার খাইলে বার বার প্লেট চাইটা চাইটা খাইতে ইচ্ছা করতাছে। হায়রে কি সু-স্বাদু টক, ঝাল, মিষ্টি ফুচকা চটপটি, আবার কবে আসবে পহেলা বৈশাখ আর কবে খাবো ফুচকা চটপটি। মজার মজার ফুচকা চটপটি খাইতে চাইলে এখন থেকে টিকিট কেটে সিরিয়াল ধরতে থাকেন টিকিট প্রাপ্তির স্থান জুট কাপুর চুপুর এর দোকান, ১১ নং মিরপুর জান্নাত একাডেমী হাইস্কুল গেইটের সামনে অভিভাবক রুম। যোগাযোগ – ঝাল মরিচ।
(সিনিয়র রিপোর্টার,কাজী ওবায়দুর রহমান)