এসডিজি’র আলোকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
দেশের এসএমই’দের উন্নয়নে এসডিজি’র আলোকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য এসএমই ফাউন্ডেশন আজ ঢাকার বিয়াম ফাউন্ডেশনের মেঘনা মিলনায়তনে ‘এসডিজি অর্জনে এসএমই খাতের ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় এসডিজি’র ৬টি লক্ষ্য এসএমই’র সাথে সরাসরি সম্পর্কিত হিসেবে নির্ধারণ করা হয়। লক্ষ্যসমূহ হলোঃ দারিদ্র্যবিমোচন, গুণগত শিক্ষা, নারীর ক্ষমতায়ন, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানির ব্যবহার, কর্মসংস্থান তৈরি ও টেকসই শিল্পায়ন। এই লক্ষ্যসমূহ অর্জনের জন্য এসএমই’দের অর্থায়ন, উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।
কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি বিষয়ক) মোঃ মোকাম্মেল হোসেন। তিনি সরকারের মূল উন্নয়ন কর্মপরিকল্পনার সাথে এসএমই উন্নয়ন পরিকল্পনা একই ধারায় এবং সমন্বিতভাবে প্রস্তুত করার ওপর গুরুত্ব প্রদান করেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম দেশের সার্বিক উন্নয়নে এসএমই সেক্টর গুরুত্বপূর্ণ ভুমিকা উল্লেখ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের জন্য ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন। কর্মশালায় এসএমই উদ্যোক্তা, বিভিন্ন এসএমই এসোসিয়েশন ও চেম্বারের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।