প্রধান মেনু

এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়: প্রধান শিক্ষককে মুচলেকা

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার খাতায় স্বাক্ষরের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে প্রমান মিলেছে। ভ্রাম্যমান আদালতের কাছে পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিসহ মুচলেকা দিয়েছেন প্রধান শিক্ষক।

জানাযায়, ২০১৭ সালের এস,এস,সি পরিক্ষার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য (ব্যবসা) শাখার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। এদের মধ্যে প্রায় ১০৫ শিক্ষার্থীর পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরক শিক্ষা, কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা রয়েছে।

এই সুযোগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহম্মদ আলী ক্ষমতা অপব্যবহার করে ব্যবহারীক পরীক্ষার খাতায় স্বাক্ষর করা বাবদ বিজ্ঞান শাখার পরীক্ষার্থী প্রতি ৭শ টাকা ও মানবিক-বানিজ্য শাখার পরীক্ষার্থী প্রতি ৪শ টাকা আদায় করতে থাকেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সেলিনা বানু বিদ্যালয়টিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। আদালতের কাছে পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিসহ মুচলেকা দিয়ে প্রধান শিক্ষক অব্যহতি পেয়েছে বলে জানাগেছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সেলিনা বানু বলেন, আগামী দুই দিনের মধ্যে প্রধান শিক্ষক সমস্ত শিক্ষার্থীদের টাকা ফেরত দেবেন। এ ছাড়া আগামীতে আর অতিরিক্ত ফ্রি আদায় করবেন না বলে আদালতের কাছে মুচলেকাও দিয়েছেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান অভিযোগের সত্যতা পাওয়ায় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেবার ব্যবস্থা করা হয়েছে।

(আকরাম হোসেন, কুৃষ্টিয়া )