এসএসসিতে শীর্ষস্থানে রাজশাহী

এসএসসি ও সমমান পরীক্ষায় টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান লাভ করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাসের হার কমলেও শীর্ষ স্থান ধরে রাখল এই বোর্ড।রাজশাহীসহ দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি সালের এসএসসি ও সমমান ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন। শুধু রাজশাহীতে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার জানান, রাজশাহী বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৬৭ হাজার ৫৯০ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ৫১ হাজার ৪০৬ জন। পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।
রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ জন। রাজশাহী বোর্ডের অধীন পাবনা জেলায়
৯২ দশমিক ৬৭ শতাংশ, জয়পুরহাটে ৯২ দশমিক ১২, বগুড়ায় ৯১ দশমিক ৩৪, নওগাঁয় ৯০ দশমিক ৮৬, চাঁপাইনবাবগঞ্জে ৯০ দশমিক ৭৫, নাটোরে ৮৯ দশমিক ৮৯, রাজশাহীতে ৮৯ দশমিক ৮০ ও সিরাজগঞ্জে ৮৯ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
(হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির, রাজশাহী)