এলোভেরা চাষে চীনের আগ্রহ প্রকাশ
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে চীনা প্রতিষ্ঠান Shepherd Group এর চেয়ারম্যান Kao Wen-Fu এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধিদলের সাথে এলোভেরা চাষ ও রপ্তানি নিয়ে কথা হয়। এ ছাড়া দেশে উৎপাদিত বিভিন্ন সবজি ও ঔষধি গাছ নিয়ে আলোচনা হয়। তারা বাংলাদেশে এলোভেরা চাষ ও এর রপ্তানি করতে চায়, এ জন্য শুল্ক সুবিধার বিষয়ে মন্ত্রীকে বলেন। কৃষিমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন, কৃষিক্ষেত্রে যে কোনো সহযোগিতা করতে সরকার সব সময় প্রস্তুত।
« সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত (পূর্বের খবর)
(পরের খবর) ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ »