প্রধান মেনু

এম.পি. সাবিনা আক্তার তুহিন এর গরীবদের মাঝে বস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টার ঃ রাজধানী মিরপুর দারুস সালাম থানাধীন এস এ খান টাওয়ারে মহিলা সংরক্ষিত আসনের এম.পি সাবিনা আক্তার তুহিন গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করেন। উক্ত বস্ত্র বিতরনের সময় সাবিনা আক্তার তুহিন এম.পি বলেন শুধু বঙ্গবন্ধুকে ভালো বাসলে হবেনা তার সাথে সাথে বঙ্গবন্ধুর আর্দশ লালন পালন করতে পারলেই বঙ্গবন্ধু ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসা হবে। মিরপুরের প্রতিষ্ঠিত আওয়ামীলীগ এর সাবেক সভাপতি সুরুজ আলী খানের ছেলে হায়দার আলী খান (বহুলুল) এ বস্ত্র বিতরণের আয়োজন করেন। এক পর্যায়ে তরুন আওয়ামীলীগ সমর্থক এবং আওয়ামী পরিবারের সুনাম অক্ষুন্ন রাখার জন্য হায়দার আলী খান (বহুলুল) তার মরহুম পিতার ঐতিহ্যকে ধরে রাখার জন্য ও গরীব দুঃখি মানুষের মাঝে সুখ-দুঃখ্য ভাগাভাগি করে নেওয়ার জন্য হায়দার আলী খান (বহুলুল) প্রয়াস। তিনি আরো বলেন আমার পিতা এ মিরপুরে সারাজীবন আওয়ামীলীগ সংগঠন  করে মানুষের মাঝে তার জীবনের সমস্ত ভোগ বিলাস উজার করে দিয়ে ছিলেন। আমার মনে ঠিক তেমন ইচ্ছা আমার মরহুম পিতার মতো সাধারন মানুষের মাঝে তাদের সকল দুঃখ সুখ এক সাথে নিয়ে আওয়ামীলীগকে আরো সুন্দর ও সুষ্ঠ সংগঠন গড়ে তুলে জাতীর জনক বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এ মিরপুরে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করতে চাই।