এভিয়েশন সেক্টরে সহযোগিতা করতে চায় আইএটিএ
বাংলাদেশের বিমানবন্দরসমূহের নিরাপত্তা, যাত্রীসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি ও বিমান যাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সহযোগিতা করতে চায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ)।
আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সথে সাক্ষাৎকালে আইএটিএ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট ঈড়হৎধফ ঋৎবফৎরপশ ঔধসবং ঈষরভভড়ৎফ এ সহযোগিতার প্রস্তাব দেন। আইএটিএ ভাইস প্রেসিডেন্ট বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য এ অঞ্চলে এভিয়েশন সেক্টরে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে। মন্ত্রী বলেন, সরকার বিমানবন্দরসমূহের উন্নয়ন ও আকাশপথ যাত্রাকে নিরাপদ করতে সম্ভব সব কিছু করছে। তিনি আইএটিএ’র প্রস্তাবকে স্বাগত জানান। আইএটিএ’র ম্যনেজার আজহার আজহারি ও আইএটিএ’র বাংলাদেশ ম্যানেজার পারভেজ ইব্রাহিম এসময় উপস্থিত ছিলেন।