এবার নানার লালসার শিকার সাত বছরের নাতনি !
মো: সিরাজুল ইসলাম:
সম্প্রতি দেশে ধর্ষণের চিত্র অসাভাবিক বাবে বেড়েই চলছে। দু একটা ধর্ষণের বিচার হলেও অধিকাংশই হয়ে যাচ্ছে মেঘে ঢাকা তারা। এবার নানার হাতে ধর্ষিত হলো সাত বছরের নাতনি। ঘটনাটি ঘটেছে সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের মধ্যধল্লা গ্রামে।
নানা আনোয়ার আলীর (৪৫) ধর্ষণের শিকার হয়েছে নার্সারীতে পডুয়া ৭ বছরের নাতনি। শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৩টায় আনোয়ার আলী তার নিজ ঘরের শয়ন কক্ষে এ ঘটনা ঘটায়।
ভূক্তভোগির পরিবার ও প্রতিবেশীরা জানান, বিকেল ৩ টারদিকে শিশুটি তার সহপাঠি তামান্নার সাথে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এ সময় শিশুটির মায়ের চাচা মৃত মতি মিয়ার ছেলে আনোয়ার আলী মুখ চেপে ধরে শিশুটি তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ভয়ে নির্যাতিত শিশুটি তার মা ও প্রতিবেশিদের কাছে ঘটনাটি জানায়।ঘটনার পরই অভিযুক্ত আনোয়ার আত্মগোপন করে।
শিশুটির মা জাতীয় গোয়েন্দা সংবাদকে বলেন, আমি অন্তঃসত্ত্বা হওয়ায় এক মাস ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকি। এ সুযোগে আমার চাচা এমন অমানবিক ঘটনা ঘটালো। এসময় তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি মামলা করার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান।
এদিকে অভিযুক্ত আনোয়ার আলীর বোন মরিয়ম (৪০) বলেন, ঘটনাটি সত্য-মিথ্যা যাই হোক লজ্জায় সে এলাকা ছাড়া। পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার আলীর স্ত্রী দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকেন। ভিকটিমের পরিবার ও স্বজনদের সাথে কোন শত্রুতা নেই বলেও আনোয়ার আলী পরিবার লোকজন জানান।
এ ব্যাপারে ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি আমি তৃতীয় মাধ্যম হতে শুনেছি। সত্য হলে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি।।