এবার টি-২০ লিগ আয়োজন করছে আফগানিস্তান

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে প্রবেশ করছে আফগানিস্তানের ক্রিকেট। এবছরের অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট লিগ- এপিএল নামের এই টুর্নামেন্ট।বিষয়টি নিশ্চিত করেছেন এসিবি প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই।
পাঁচ দলের অংশগ্রহণে ২৩টি ম্যাচ হবে এই লিগে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে কোন শহরে টুর্নামেন্ট হবে সেটি এখনো নিশ্চিত হয়নি। মার্চে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। প্রায় ৪০ বিদেশী ক্রিকেটার লিগে অংশ নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান এসিবি প্রধান নির্বাহী। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও আরো পরিণত হতে মূলত এই আয়োজন করছে আফগানিস্তান।
এসিবির প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই জানান, মোট ৫টি দল খেলবে এপিএলে। মোট ম্যাচ হবে ২৩টি। আর লিগটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ইতিমধ্যেই আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি পেয়েছেন বলেও জানান স্টানিকজাই। তিনি আরও বলেন, #৩৯;এপিএল টি-২০ টুর্নামেন্ট হবে অনেক বড় পরিসরে। সেটা আর্থিক এবং প্রচারণা উভয় দিক থেকেই। আমার মূল উদ্দেশ্য হলো, এপিএলকে বিশ্বের সেরা লিগগুলোর সেরা তিনটির মধ্যে নিয়ে আসা।