এবার ছিনতাইয়ের শিকার হলেন বাংলাদেশ বেতার পরিচালক

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ বেতার সদর দপ্তরের পরিচালক ড. মির শাহ আলম সিলেটে ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত শনিবার রাত অনুমানিক সাড়ে ৭টায় সুবিদবাজার থেকে সিএনজি (অটোরিক্সা) যোগে আম্বরখানা যাওয়ার পথে একটি কাগজের প্যাকেটে রক্ষিত সিটি ব্যাংকের একটি চেক, নগদ ৬০০০ টাকা, জাতীয় পরিচয়পত্র এবং তাঁর স্ত্রী স্বনামধন্য ডাঃ জামিলা খাতুনের জাতীয় পরিচয় পত্র ুচিবালয়ের স্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড ও বিভিন্ন ব্যাংকের আরও ১৪টি চেকের পাতা, জাতীয় সঞ্চয় পত্রের টাকা উত্তোলনের নমিনিপত্র ছিনতাইকারীরা নিয়ে যায় এবং তাঁকে সিএনজি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে ড. মির শাহ আলম, এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন, যার নং-৪৩, তাং-০১-০৯-২০১৮ই।