প্রধান মেনু

একুশে পদক পেলেন “ইতিহাস কথা কও” গীতি আলেখ্যের রচয়িতা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ,মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম

রিপোর্টার: দিদারুল করিম সংগীতে বিশেষ অবদানের জন্য শিল্পকলা বিভাগে বাংলাদেশের সর্বচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পেলেন মাহমুদ সেলিম। মাঠে মাঠে সোনালি ধান, আমি মানব ধরমে অথবা গ্রাম থেকে জেগে ওঠ-এর মত অসংখ্য গণ-সংগীতের রচয়িতা, সুরকার ও সংগীত শিল্পী মাহমুদ সেলিম একজন গেরিলা মুক্তিযোদ্ধা। ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা মুক্তিবাহিনীর একজন সদস্য। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক সংগীত পরিচালক। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু কে স্ব-পরিবারে হত্যার পর সারা দেশ যখন নিস্তব্ধ কেউ কোন কথা বলছে না সেই সময় কলম হাতে ঝাপিয়ে পড়েন সেলিম রচনা করেন গতি আলেখ্য “ইতিহাস কথা কও”।

শুধু লিখেই খান্ত হননি প্রদর্শনির জন্য শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে অসিম সাহসিকতায় উদীচীর ভাই বোনদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বর্তমানে মাহমুদ সেলিম বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন এবং একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল গান বাংলায় কর্মরত আছেন। মাহমুদ সেলিম বলেন এই প্রাপ্তি তে তার মনে হয়েছে- দেশের জন্য কিছু করলে তার মূল্য পাওয়া যায়, তাই নতুন প্রজন্মের সাংস্কৃতিক কর্মীদের মাতৃভূমির প্রতি আরো নিবেদিত হতে বলেন। তিনি তার এই পুরস্কারটি দেশের সকল মুক্তি যোদ্ধা এবং বিশ্বের সকল সংগ্রমী মানুষের প্রতি উৎসর্গ করেন।