প্রধান মেনু

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে — তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র-চক্রান্তের পথে হাঁটছে। তাদের উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে অস্বাভাবিক সরকার আনা। পক্ষান্তরে, গণতান্ত্রিক শক্তির দায়িত্ব সকল ষড়যন্ত্র বানচাল করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা।

আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত জাসদ নেতা আব্দুর রব মাতুব্বর ও মজিবর রহমানের স্মরণসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রয়াত রাজনীতিক আব্দুর রব মাতুব্বর ও মজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, দক্ষ রাজনৈতিক কর্মী হতে হলে দেশপ্রেম, মানবপ্রেমের পাশাপাশি রাজনৈতিক উচ্চাভিলাষও থাকতে হয়, যার দৃষ্টান্ত এ দুই প্রয়াত নেতার কর্মজীবনে প্রতিভাত।

ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন আখতার, মীর হোসাইন আখতার, নুরুল আকতার, এমএস আলম, শফিউদ্দিন মোল্লা, প্রয়াত আব্দুর রব মাতুব্বরের স্ত্রী শারমিন আকতার ও প্রয়াত মজিবর রহমানের কন্যা কানিজ ফাতেমা নীলা।