প্রধান মেনু

উৎপাদন বাড়লে শ্রমিকরা বেশি সহায়তা পাবেন — শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, যত বেশি উৎপাদন বাড়বে শ্রমিকরা তত বেশি লাভবান হবেন। উৎপাদন বাড়লে রপ্তানি বাড়বে, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় তহবিলে বেশি অর্থ জমা হবে। শ্রমিকরা বেশি সহায়তা পাবেন। প্রতিমন্ত্রী আজ বিজিএমইএ-এর অডিটোরিয়ামে তৈরিপোশাক শিল্প খাতে কর্মরত অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শ্রমিকের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে বলেন, শিল্পে শান্তি রক্ষা করুন, উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখুন। তিনি বলেন, শ্রমিকদের যে কোনো সমস্যা সরকার মালিক – শ্রমিক আলোচনার মাধ্যমে সমাধান করতে তার সরকার। সমাজের কিছু লোক আছে যারা মালিকেরও ভালো চায় না, শ্রমিকেরও ভালো চায় না। প্রতিমন্ত্রী তাদের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে ৯৭ জন অসুস্থ গার্মেন্টস শ্রমিকের চিকিৎসার জন্য ৩১ লাখ ১০ হাজার এবং ৮২ জন মেধাবী সন্তানের জন্য ১৬ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

এ তহবিল হতে এ পর্যন্ত ২ হাজার ৮ শত ৪২ জন শ্রমিকের চিকিৎসা, তাদের মেধাবী সন্তানের শিক্ষাবৃত্তি, নিহত শ্রমিকদের স্বজনদের মাঝে ৫৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার এবং ২ হাজার একশ’ ৯৯ জন শ্রমিকের বিমা দাবি বাবদ ৪৩ কোটি ৯৮ লাখ টাকা প্রদান করা হয়েছে। বিজিএমইএ-এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুলহাছনা, বিকেএমইএ-এর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ মনছুর আহমেদ,  -এর সহ-সভাপতি মোহাম্মদ নাছির এবং জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু বক্তৃতা করেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল।