উল্লাপাড়ায় ২০ দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার রামকৃষ্ণপুর ইউনিয়নের ২০ জন দরিদ্র মহিলাকে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুর মোহাম্মদ শামসুদ্দিন প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব এতে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরু। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দরিদ্র মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
« নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত (পূর্বের খবর)