প্রধান মেনু

উল্লাপাড়ায় পানিতে ডুবে আহাদ ও রাশিদুল নামের ২ শিশুুর মৃত্যু।

নিজস্ব প্রতিনিধিঃ গত শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার  ৮ নং ওয়ার্ডের শাহজাহানপুর গ্রামের মোঃ হেলাল হোসেনের ছেলে মোঃ আহাদ(৩) ও একই গ্রামের মোঃ হাফিজুুল ইসলামের ছেলে রাশিদুল(৩) পানিতে ডুবে ঘটনাস্থলে ২ শিশুর মৃত্যু হয়।শাহজাহানপুর গ্রামের মোঃ আরজু বলেন,আজ বিকাল বেলা শিশু আহাদ ও রাশিদুল খেলতে গিয়ে করতোয়া নদী বা ঘাটিনা ব্রিজে  পড়ে ডুবে  যায়।এ সময় ঘাটিনা ব্রিজের কোল গেসে পালপাড়া এলাকায় মাছ ধরার সময় একটি শিশু ভাসতে দেখেন সুনিল কুমার হলদার নামের এক ব্যক্তি।

পরে সুনিল কুমার হলদার ভেসে যাওয়া শিশুটিকে উদ্বার করার সময় পাশে অন্য আরেকটি শিশু ভাসতে দেখে।পরে তিনি শিশু ২ টিকে উদ্বার করেন।ঐ গ্রামের আরজু ও শিবপুর গ্রামের মোঃ রাসেল হোসেন বলেন,পানিতে ডুবে পড়া ২ শিশু একে অপরের কাকা-ভাতিজা সম্পর্ক।শিশু ২টির মৃত্যু হওয়ায় আকাশ বাতাস যেনো ভারি হয়ে পড়েছে।কান্নার রোল ও শোকের মাতম ছরিয়ে পড়ে পুরো এলাকায়।গত শনিবার ফজরের নামাজের পর শিশু দুইটির নামাজের জানাযা সম্পর্ণ হয়েছে।