উলিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ঃ কুড়িগ্রামের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা, সাবেক এমপি আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু তাহের, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল গাফ্ফার, এম এ মতিন কারিগরি কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি, পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমান, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি পরিমল মজুমদার, উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক প্রমূখ।