প্রধান মেনু

উন্নয়ন কর্মকান্ডে অনিয়ম-অবহেলা বরদাস্ত করা হবে না — বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য অঞ্চলের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে তথা একটি সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়তে গৃহীত প্রকল্পে কোনো প্রকার অনিয়ম ও অবহেলা বরদাস্ত করা হবে না। মন্ত্রী আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ফেব্রুয়ারি মাসের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এসব কথা বলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হচ্ছে : ২০১৯-২০ অর্থবছর থেকে পার্বত্য অঞ্চলের সড়ক মেরামত বা সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন জিনিসপত্র ক্রয় এবং পার্বত্য অঞ্চলের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা সংক্রান্ত তিনটি নতুন প্রকল্প গ্রহণ। পার্বত্য চট্টগ্রামের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ ও প্রশিক্ষণ এবং সভায় আগামী ২০ মার্চ থেকে ঢাকায় পার্বত্য মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রী আরো বলেন, সরকারের ইশতেহার মোতাবেক এসডিজি অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

পাহাড়ে জুম চাষের পাশাপাশি মিশ্র ফলের বাগান, বিভিন্ন রকম মশলা, কফি ও কাজু বাদাম চাষাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি জীববৈচিত্র্য অক্ষুন্ন রেখে টেকসই উন্নয়নে গুরুত্বারোপ করেন। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মেসবাহুল ইসলামের সভাপতিত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মোঃ শাহীনুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী, পার্বত্য চট্টগ্রামে চলমান বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।