প্রধান মেনু

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে-নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এক্ষেত্রে দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম এবং স¦াধীনতা বিরোধী দলের অপকর্ম জাতির সামনে তুলে ধরতে তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ ঢাকায় কলেজগেটস্থ মুক্তিযোদ্ধা টাওয়ারে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দক্ষিণগাঁও মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, মোঃ সালাহউদ্দিন, এনায়েত হোসেন মতিন ও মিয়া মজিবুর রহমান।