উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র
মোঃ ময়নুল হোসাইন,উল্লাপাড়ায়, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ এই প্রতিপাদ্যতে সারাদেশের ন্যায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা চত্বরে উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ভোধন করেন এমপি তানভীর ইমাম। সরকারী বেসরকারী ও বিভিন্ন সংস্থার ৪১ টি স্টলের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্যকম তুলেধরেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বকত্ব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মারুফবিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, নারী নেতৃ রিবলী ইসলাম কবিতা,উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক সরকারী কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উন্নয়ন মেলায় অংশ গ্রহন করেন।