প্রধান মেনু

উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে — সংস্কৃতি সচিব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ৭৫২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ সমগ্র বিশ্বকে চমক দেখিয়েছে। মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্ণফুলি টানেল নির্মাণ প্রভৃতিসহঅর্থনীতির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সচিব আজ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিজয় দিবসের তাৎপর্যঃ উন্নয়নের অগ্রযাত্রা’ শীর্ষকএক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবেই এগিয়ে যাচ্ছে না, উন্নয়নকে টেকসই করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে; টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে বাংলাদেশ পূর্ণমাত্রায় সম্পৃক্ত রয়েছে। উন্নয়নের সাথে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রগতি, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার সাথে আছি। অর্থনৈতিক উন্নয়নের সাথে আরো প্রয়োজন খেলাধুলা ও সংস্কৃতি চর্চা। তবেই আমাদের যুব সমাজ মাদকসহ সামাজিক অবক্ষয় ও জঙ্গিবাদ হতে মুক্ত থাকতে পারবে।’ সারাদেশে সুষ্ঠু সংস্কৃতি চর্চা ও বিকাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে সচিব আরো বলেন, প্রতি উপজেলায় কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। জাতীয় গ্রন্থকেন্দ্রকে পরিকল্পনা মাফিক শাহবাগে নির্মিতব্য সুপরিসর আধুনিক পাবলিক লাইব্রেরি কমপ্লেক্সে স্থানান্তর করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মজিবর রহমান আল মামুনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং অন্যপ্রকাশ এর সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম। সেমিনারে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ কে এম রেজাউল করিম রচিত প্রবন্ধ পাঠ করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা।