প্রধান মেনু

উন্নত দেশে পরিণত হওয়ার অন্যতম অবলম্বন হবে জেলা পরিষদ -এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে জেলা পরিষদ অন্যতম প্রধান ভূমিকা রাখবে।
মন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মিলনায়তনে জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রচলিত আইনি কাঠামোর মধ্যে থেকে নব নির্বাচিত চেয়ারম্যানগণকে জনগণের কল্যাণে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। তিনি জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জেলা পরিষদকে অধিকতর জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যমাত্রা নিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে চালিত করছেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদেরকে এর ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করতে হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিদের চেয়ে জেলা পরিষদের চেয়ারম্যানদের আস্থা ও গ্রহণযোগ্যতা অনেক বেশি। তিনি বিদ্যমান সুযোগ-সুবিধার সাথে উদ্ভাবনী ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আরো ব্যাপক পরিসরে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যানগণের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ১৩১ বছর পর প্রথমবারের মতো গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে। বর্তমান আইনি কাঠামোর মধ্যেই জনগণকে সেবা প্রদানের আহ্বান জানিয়ে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানদের দাবি-দাওয়া পূরণে সরকার আন্তরিক বলে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, জেলা পরিষদকে আরো বেশি জনকল্যাণমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদসমূহের মাধ্যমে বিভিন্ন কর্ম-সৃজন ও আয় বর্ধক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় দুঃস্থ, অসহায় ও বিধবা মহিলাদের সেলাই, এমব্রয়ডারি, পশুপালনসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া যুবকদের কম্পিউটার, মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ ছাড়াও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেকারদের মাঝে গাভী, রিক্সা ভ্যান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যুদ্ধাহত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে জেলা পরিষদ কর্তৃক এ সরকারের আমলে দোকান বরাদ্দ, হুইল চেয়ার, সেলাই মেশিন সরবরাহ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সকল উন্নয়ন কাজের মান নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি, জনস্বাস্থ্য, পল্লি উন্নয়ন, যুব উন্নয়নসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে সভায় দেশের সকল জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় সরকার বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



« (পূর্বের খবর)