উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাইকগাছা ক্রিকেট একাদশ ফাইনালে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচ (ফ্রেন্ডস) ফেডারেশন আয়োজিত উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় পাইকগাছা ক্রিকেট একাদশ ১ উইকেটে জয়লাভ করেছে। মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে পাইকগাছা ক্রিকেট একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে পারিশামারী বাবলী ক্রিকেট একাদশ। জবাবে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২৪.৪ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে পাইকগাছা। খেলায় ৪৬ বলে নট আউট থেকে ১০৪ রান সংগ্রহ করায় পাইকগাছা একাদশের আনোয়ার হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
বিকালে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, প্রয়াত উজ্জ্বলের ভাই টুটুল সরদার, ইয়াসিন, ডাঃ পূর্ণ চন্দ্র মন্ডল, এ্যানি, ছাত্রলীগনেতা মফিজুল ইসলাম, রাকিব, ফারুক। ধারাভাষ্যে ছিলেন, এ্যাডঃ মঞ্জুরুল হাসান ও রবিউল ইসলাম রাহাত। খেলাটি পাইকগাছা ক্যাবলস নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এরআগে প্রথম সেমি ফাইনালে কপিলমুনি ক্রিকেট একাদশ জয়লাভ করে। আগামী ২২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।