প্রধান মেনু

উচ্ছেদ অভিযান জোরদার করতে বিআইডব্লিউটিএ-কে নৌসচিবের নির্দেশ

নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ ঢাকা শহরের চারদিকের নদীগুলোসহ দেশের সকল নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন নদীসমূহের তীরভূমিসহ নদীগর্ভ হতে অবৈধ স্থাপনা, ভরাট উচ্ছেদ ও অপসারণের লক্ষ্যে অভিযান জোরদার করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছেন । আজ ঢাকা নদী বন্দর টার্মিনাল সদরঘাট থেকে বসিলা পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগের উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ বছরের ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ কার্যদিবসে বুড়িগঙ্গা-তুরাগে পরিচালিত প্রথম পর্ব অভিযানের স্থানসমূহে উচ্ছেদকৃত আবর্জনা ও ভরাটকৃত অংশ অপসারণসহ চলমান ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়ন কৌশল নির্ধারণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণকে নিয়ে সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে নৌপরিবহন সচিব নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে দখল-দূষণমুক্ত প্রবাহমান নদী গড়ে তোলার লক্ষ্যে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে জিরো টলারেন্স মনোভাবে জেলা প্রশাসন, রাজউক, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে চলমান উচ্ছেদ অভিযান আরো জোরদার করার জন্য বিআইডব্লিউটিএ-কে নির্দেশ দেন। সচিব এ সময় উচ্ছেদকৃত এলাকা যাতে পুনরায় বেদখল না হয়ে যায় সেজন্য কঠোর মনিটরিং ও পাহাড়াদার নিয়োগের ব্যবস্থাসহ ওয়াকওয়ে প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে বিআইডব্লিউটিএ-কে নির্দেশ দেন।