প্রধান মেনু

ঈশ্বরদীর ৭টি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বিদ্যুতের সঠিক ও পরিমিত ব্যবহার আমাদের দেশকে উন্নত করবে।

তিনি আজ ঈশ্বরদী উপজেলার আওতাপাড়ায় নূরজাহান বালিকা বিদ্যা নিকেতন এন্ড মহিলা কলেজ প্রাঙ্গণে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈশ্বরদীতে স্থাপিত শিল্প কলকারখানা, ইপিজেড, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি স্থানে বিদ্যুতের চাহিদা ব্যাপক। তিনি ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ঈশ^রদী ও আটঘরিয়ায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের ৪ হাজার ২৮২টি গ্রাহকের জন্য ১৬ কোটি টাকা ব্যয়ে ১০০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা পল্লী বিদ্যুতের জি.এম. শাহ্ জুলফিকার হায়দার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, লক্ষ্মীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বিশ্বাস, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ, সলিমপুর ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা, পাকশি ইউপি চেয়ারম্যান এনাম বিশ^াস, মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, সাঁড়া ইউপি চেয়ারম্যান রানা সরদার, আতিয়ার রহমান ভোলা, সাদেক আলী বিশ^াস, মুরাদ আলী ও আকাল বিশ্বাস উপস্থিত ছিলেন।