ঈদ- পুনর্মিলনী ও নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন
গত ১৩ অক্টোবর,২০১৭ রোজ শুক্রবার বিকেল ৪:০০ টায় প্রাক্তন ছাত্র সমিতি, বাইশ রশি শিব সুন্দুরী একাডেমী,সদরপুর, ফরিদপুর এর উদ্যোগে ঈদ- পুনর্মিলনী ও নজরুল জন্মজয়ন্তী উৎসব-নজরুল ইনস্টিটিউট, ধানমন্ডি , ঢাকায় অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি(সাবেক অতিরিক্ত সচিব, জন প্রশাসন মন্ত্রণালয়) জনাব মোঃ ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ঈদ-পুনর্মিলনী ও নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন সাব-কমিটির আহবায়ক জনাব সৈয়দ আবু জাফর।
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মাহবুব হোসেন। আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডঃ আজিজুর রহমান, নটর ডেম বিশ্ববিদ্যালয়, ঢাকা(সাবেক মহাপরিচালক-নায়েম).
জনাব মোঃ আনোয়ার উদ্দিন ফকির, প্রফেসর ডা: সৈয়দ শহিদুল ইসলাম সহ অন্যান্য শিল্পী বৃন্দ।
সমাপনী বক্তব্যে প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি জনাব মোঃ ফজলুর রহমান, বাইশ রশি শিব সুন্দুরী একাডেমির বৃত্তি তহবিল গঠন, শিক্ষার মান উন্নয়ন, মাদক মুক্ত পরিবেশ ও মাদক বিরোধী প্রচারণার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া ঈদ- পুনর্মিলনী ও নজরুল জন্মজয়ন্তী উৎসব সফল ও সুন্দর ভাবেপালনে সার্বিক সহযোগিতার জন্য সাব-কমিটির আহবায়ক জনাব সৈয়দ আবু জাফর, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: সৈয়দ শহিদুল ইসলাম, জনাব মোঃ গোলাম কিবরিয়া বাচ্চু, মোঃ আশরাফ আলী মজুমদার ও লিয়াকত আলী সিকদার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে বাইশ রশি সুন্দুরী একাডেমীর প্রাক্তন ছাত্র-ছার্ত্রীগন পরিবার পরিজন নিয়ে ২০০ জনের বেশি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ গোলাম কিবরিয়া বাচ্চু ও অধ্যাপক ডা: সৈয়দ শহিদুল ইসলাম।