প্রধান মেনু

ঈদ জামাতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই : আইজিপি

নিজস্ব প্রতিনিধিঃমহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। ঈদের জামাতে নিরাপত্তায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, আমরা আশঙ্কাও করছি না। শুক্রবার  রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয়  জামে মসজিদে ‘বার্ষিক আজান, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা’ শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
আইজিপি বলেন, ঈদ জামাতের সংখ্যা প্রতিনিয়ত বাড়চ্ছে। গতকয়েক বছর ধরে শোলাকিয়ার মতো লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরেও বড় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রতিটি ঈদের জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সুনির্দিষ্ট কোনো ধরনের হুমকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। আমরা আশঙ্কাও করছি না। তবে আমরা যেকোনো ধরনের থ্রেটের জন্য প্রস্তুত। পুলিশের জঙ্গিবিরোধী ইউনিট সক্রিয়ভাবে কাজ করে চলেছে। জঙ্গিরা যাতে ফের মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে চেষ্টাও অব্যাহত থাকবে বলেও জানান আইজিপি জাবেদ পাটোয়ারী।