ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাঁচ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি
কুষ্টিয়া প্রতিনিধি|| কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাঁচ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ২৪৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকার কারনে ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদত হোসেন আজাদকে অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুলকে সহযোগী পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি করা হয়, এছাড়াও ইবি’র ৩ শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে কতৃপক্ষ।
« খোকসায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন (পূর্বের খবর)
(পরের খবর) গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা »