“ইতিহাস কথা কও” গীতি আলেখ্যের ৪০ বছর পূতি উপলক্ষে লোক সাংস্কৃতিক উৎসব
রিপোর্টার: দিদারুল করিম:
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তি ঘটনা প্রবাহ নিয়ে মাহমুদ সেলিম রচিত এবং নির্দেশিত গীতি আলেখ্য “ইতিহাস কথা কও” এর ৪০ বছর পূতি উপলক্ষে লোক সাংস্কৃতিক উৎসব পালিত হলো কেরানিগঞ্জ ইস্পাহানি ডিগ্রি কলেজ মাঠে। ইস্পাহানি ডিগ্রি কলেজ এবং এবং মাননীয় খাদ্য মন্ত্রি কামরুল হাসানের সহযোগিতায় দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি ঢাকা মহানগর। উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জামিলুর রহমান শাখা। কাজী মোহাম্মদ শীশ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও সাস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব কামাল লোহানী, জনাব গোলাম মোহাম্মদ ইদু , উদীচী কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. শফিউদ্দিন আহম্মেদ এবং স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উৎসবে উদীচীর ছয়টি শাখার পরিবেশনা সহ “ইতিহাস কথা কও” গীতি আলেখ্যের মঞ্চায়ন হয়।