প্রধান মেনু

ইটভাটায় সস্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোপ সমাবেশ

সদরপুর উপজেলার মটুকচর ফুলতলা মর্ডান ব্রিক ফিল্ডে সন্ত্রাসী হামলা, মারপিট ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে গত বুধবার বিকেলে বিক্ষোপ সমাবেশ করা হয়েছে। পর ফুলতলা নামক এলাকায় মানিকদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারুলী আক্তারের সভাপতিত্বে এক সামাবেশে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক মাতুব্বর, আ: মান্নান মাতুব্বর, আ: করিম মাতুব্বর, মানিকদহ ইউনিয়নের সকল ইউ.পি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রশাসনের নিকট আগামী ৩ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান, তারা বলেন, ৩দিনের মধ্যে আসামীদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হলে তারা মানব বন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কঠোর আনন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দেন। উল্লেখ্য গত রবিবার ইট বাকি না দেওয়ার কারনে কৃষ্ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ফারুক মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ইটভাটায় সন্ত্রাসী হামলা চালিয়ে ভাটার মালিক রাসেল মাতুব্বর কে ধারালো অ¯্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বাম চোক উপড়ে যায়। এ সময় আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটতরাজ করে নেয়। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা দায়ের করা হলের গত ৬দিনেও কোন আসামীকে গ্রেফতার করতে পারিনি থানা পুলিশ।

(মোঃ মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)