প্রধান মেনু

ইকোনমিক জোনে স্থাপিত শিল্প কারখানায় দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ইকোনমিক জোনে স্থাপিত শিল্প কারখানায় দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে। যত্রতত্র শিল্প কারখানা করার জন্যই লোড সমস্যা হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে আধুনিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ। সেবা নিয়ে সংস্থাগুলো জনগণের কাছে যাবে, জনগণকে সেবার জন্য আসতে হবে না।
তিনি আজ ঢাকায় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সান এর গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তা এবং ভিশন ২০৪১’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
প্রতিমন্ত্রী বলেন, উপ-আঞ্চলিক সহযোগিতা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। চীন ও কমে¦াডিয়া বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে চাচ্ছে। জলবিদ্যুৎ আমদানির বিষয়ে নেপাল, ভূটান ও ভারতের সাথে আলোচনা এগিয়ে চলছে। ক্লিন ও গ্রিন এনার্জি সরবরাহে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বেইজ লোড, ইন্টারমিডিয়েট লোড ও পিক লোড এর জন্য আলাদাভাবে পরিকল্পনা করা হচ্ছে। শহর ও শহরতলীতে সাবস্টেশন ও কেব্ল (তার) ভূগর্ভস্থ করার উদ্যোগ নেয়া হয়েছে। সকল উন্নয়ন কার্যক্রমের সাথেই পরিবেশকে সম্পৃক্ত রাখা হয়েছে। তিনি সকলকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হতে শিল্প কারখানায় জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক শিহাবুর রহমানের এর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অন্যান্যের মাঝে আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল মইনউদ্দিন, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম, বিআইএফপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, ডিসিসিআইয়ের সহসভাপতি কামরুল ইসলাম বক্তব্য রাখেন।