প্রধান মেনু

ইউএনওর ইট পরিক্ষার পর ও দূর্ণীতি 

কামরুল হাসান, শৈলকুপা : শৈলকুপা উপজেলার নির্বাহী অফিসার জনাব উসমান গনি বলেন।কোন কথাই রাখেনি ঠিকাদার, গোপনে নিম্নমানের ইট দিয়েই হেরিং বোন রাস্তার কাজ শেষ!! কথা ছিল কাজ শুরুর আগে জানাতে হবে। আমরা ইট পরীক্ষার পর সঠিক বিবেচিত হলে কাজ শুরু করতে হবে। কিন্তু একজন ঠিকাদার গোপনে নিম্নমানের ইট দিয়ে হেরিং বোন রাস্তার কাজ শেষ করে ফেললেন!
কথা ছিল নিচেই ইটের সলিং থাকবে। বাস্তবে নিন্মমানের ইট, যার অধিকাংশই আধলা, যা ৪-৮ ইঞ্চি ফাঁকা দিয়ে নিচের সলিং বসানো হয়েছে। কথা ছিল ইটের সলিং এর নিচেই ৬ ইঞ্চি বালি দিতে হবে, কিন্তু বাস্তবে নিচেই হাফ ইঞ্চি বালিও দেওয়া হয়নি! কথা ছিল সলিং ও সলিং এর উপর হেরিং বোন এর সব ইট হবে ১ নং, কিন্তু দেওয়া হলো নিম্নমানের ইট!
কাজের ১ সপ্তাহের মধ্যে অনেক জায়গায় ২/৩ ইঞ্চি বসে গিয়েছে, সমানভাবে ইট বসানো হয়নি, সব জায়গায় উঁচু-নিচু। কাজ না দেখে বিল দিলে আমি খুব ভাল, দেখলেই খারাপ। খারাপ মনে করলে কিছু করার নাই। অবশ্যই সকল ত্রুটি সংশোধন করতে হবে।