প্রধান মেনু

আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে – পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্নেল (অব:) নুরুল ইসলাম বীর প্রতীক বলেছেন, আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন সদরপুরের চন্দ্রপাড়া, চরমানাইর ইউনিয়নের ঐতিহ্যবাহী চরবন্দরখোলা সিনিয়র মাদ্রাসা, ভাঙ্গা উপজেলার দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন রোধে প্রায় একশত কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। এই এলাকার জনগন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত। সরকার তাদের সব ধরনের সমস্যা সমাধানের পক্ষে রয়েছে। তিনি গতকাল ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া, চরমানাইর ইউনিয়নের চরবন্দরখোলা মাদ্রাসা ও দরগাবাজার এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন পরিদর্শন করে চন্দ্রপাড়া ট্রলারঘাট এলাকায় গতকাল শুক্রবার সকাল ১১ টায় এক জনসভায় এ কথা বলেন। ৭৫ এ বঙ্গবন্ধু জাতির জনককে হত্যার পর গত ২১ বছর দেশের উন্নয়ন হয়নি। স্বাধীনতা বিরোধীরা দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে। আজ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাচিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পৌছে গেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করলে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। তিনি সবাইকে আওয়ামীলীগের নৌকায় ভোট দেয়ার জন্য ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।

মোঃ জমির বেপারী সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আনিসুর রহমান খাঁন, সদরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সফিকুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচীব ড. মো: মাহফুজউল্লাহ ও ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী জনাব সুলতান মাহ্মুদ প্রমুখ।

(মোঃ মোশাররফ হোসেন, সদরপুর,ফরিদপুর)