প্রধান মেনু

আসন্ন ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

নতুন বছরের গোড়াতেই ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং ৩১ জানুয়ারি থেকে লংকানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও ১৫ ফেব্রুয়ারি থেকে দু’ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ। এজন্য ঘোষিত স্কোয়াডের ক্যাম্প আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে।