প্রধান মেনু

আশু‌লিয়ার ম্যাডলার এ্যাপা‌রেল‌সের আগুন নিয়ন্ত্র‌নে

সিরাজুল ইসলাম,সাভারঃ সাভা‌রের আশু‌লিয়ার ম্যাডলার পোশাক কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্র‌ণে। ফায়ার সা‌র্ভি‌সের ১৫ টি ইউ‌নি‌টের সহ‌যো‌গিতায় প্রায় চার ঘন্টা পর রাত বারটায় আগুন নিয়ন্ত্র‌নে আন‌তে সক্ষম হোন তারা।

ত‌বে এ ঘটনায় কোন হতাহত কিংবা  নিহ‌তের খবর পাওয়া যায় নি।
ফায়ার সা‌র্ভি‌সের উপ  সহকা‌রি প‌রিচালক আল মামুন ব‌লেন, ফায়ার সা‌র্ভি‌সের  অক্লান্ত প‌রিশ্র‌মে ১৫ টি ইউ‌নি‌টের সহ‌যো‌গিতায় আল্লাহর রহম‌তে আমরা তেমন কোন ক্ষয়ক্ষ‌তি ছাড়াই আগুন নিয়ন্ত্র‌নে আন‌তে সক্ষম হ‌য়ে‌ছি। ত‌বে কিভা‌বে আগুন লাগ‌লো জান‌তে চাই‌লে তিন ব‌লেন তদন্তপূর্বক জানা যা‌বে আগুন লাগার রহস্য।

এ‌দি‌কে পু‌লিশ হেলাল উ‌দ্দিন না‌মে এক গা‌র্মেন্টস কর্মী‌কে স‌ন্দেহজনকভা‌বে আটক ক‌রে‌ছেন ব‌লে জানা যায়।