আশুলিয়া মাছ চুরির অভিযোগে ছিকল দিয়ে বেধে নির্যাতন
আশুলিয়া থানা পাথালিয়া ইউনিয়ন, নয়ারহাট মাছের আড়ৎ-এ, রবিন নামের এক ব্যক্তিকে বিদুৎতের খুটির টানা তারের সাথে ছিকল দিয়ে বেধে ও অমানবিক নির্যাতন করেছে। লাঠির বারির কারনে মাটিতে পড়ে যায়। সাংবাদিক দেখে সব লোক রবিনকে রেখে চলে যায়। বাচ্চু নামের এক ট্রাক ড্রাইবার বলে, সাংবাদিক আসছে ভাই, তুমি ওঠে বসো। ধারা করানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু সে ধারাতে পারেনি। বসা অবস্থায় ছবি তুলতে হয়েছে।
এই ব্যপারে মাছের আড়ৎ এর এক মালিকের কাছে জানতে চাইলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আর মাছ চুরি করেছে কার, জবাবে সে সাংবাদিক এরিয়ে যায়। মাইরের সাথে জড়িত আছে আড়ৎ এর ফারুক ও আরও অনেকে। রবিনের বাড়ি জেলা- রংপুর, থানা-কোতয়ালী, গ্রাম- সদরটেকি, বাবার নাম- মৃত বাচ্চু মিয়া।
শেখ দুলাল ভ্রাম্যমান রিপোর্টার আশুলিয়া, ঢাকা।