প্রধান মেনু

আশুলিয়ায় স্কুল ছাত্রী অপহৃত

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ওই ছাত্রীর নাম সুবর্না আক্তার বন্যা। সে আশুলিয়ার সেজুতি স্কুলের ছাত্রী ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার পথে বখাটেরা তাকে ধরে নিয়ে যায় এমন অভিযোগ পরিবারের। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন আশুলিয়া থানায়।অভিযোগে বলা হয়, আশুলিয়া সদর ইউনিয়নের বাসাইদ গ্রামের ওয়াজ উদ্দিনের মেঝো মেয়ে সুবর্না আক্তার বন্যাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্কুলে যাওয়ার পথে অপহরণ করেছে ইস্রাফিল নামের এক বখাটে ও তার সহযোগীরা। ইস্রাফিল একই এলাকার হাবিবুর রহমান ওরফে গোয়ালের ছেলে।স্থানীয়রা জানান, ইস্রাফিল এলাকায় বখাটে হিসাবেই পরিচিত। ইস্রাফিল যে স্কুলে লেখা-পড়া করত সে স্কুল থেকে অশালীন আচরণ ও অবৈধ কাজে লিপ্ত থাকায় স্কুল কর্তৃপক্ষ তাকে বের করে দেয়।অপহৃত ছাত্রীর বাবা বলেন, ইস্রাফিলের পরিবারের সঙ্গে আমাদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত দন্দ চলে আসছিল। এ নিয়ে আমাদের সঙ্গে না পাড়ায় আমার মেয়েকে স্কুলে যাওয়ার-আসার পথে প্রতিনিয়ত উত্যক্ত করতো ইস্রাফিল। বিষয়টি বন্যা তার মাকে জানালে বন্যার মা আমাকে জানায়। পরে আমি বিষয়টি ইস্রাফিলের মা-বাবাকে অবিহিত করি ।কিন্তু ইস্রাফিলের মা-বাবা ছেলেকে শাসন না করে আমার মেয়ের পিছনে ছেলেকে লেলিয়ে দেয়। সকালে স্কুলে যাবার পথে আনোয়ার ও হাবিবের পরামর্শ ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার মেয়েকে ইস্রাফিল অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়েকে যখন অপহরণ করে নিয়ে যায় তখন সেই স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরাও দেখেছে। পরে ওই স্কুলের ছাত্র ও আশে পাশের লোকজন আমাদের জানায় ইস্রাফিল একটি অটো রিক্্রাতে জোর করে বন্যাকে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। এর পর থেকে এই সংবাদ প্রচার হওয়া পর্যন্ত ইস্রাফিল আর বাড়ীতে ফিরেনি।এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, অপহৃত স্কুল ছাত্রী বন্যার বাবা ৩ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।